Tor Hata Chola (From "Naqaab")
作曲 : Dev Sen
তোর হাঁটাচলা, তোর কথা বলা
ধরেছে আমাকে জড়িয়ে
তোর হাঁটাচলা, তোর কথা বলা
ধরেছে আমাকে জড়িয়ে
তোর চারিধারে হয়ে গেছি ছায়া
রেখেছি নিজেকে ছড়িয়ে
আধভেজা ঘাসে পায়ে পলাশে
পাতা গেছে ভিজে কি যে করি রে
তোর হাঁটাচলা, তোর কথা বলা
ধরেছে আমাকে জড়িয়ে
সবে তো দেখাশোনার শুরু
মন কেন ব্যস্তবাগীশ?
আড়ালে আবডালে সে করুক
করুক সে হাজার নালিশ
তুই আশেপাশে চলে চলে এলে
কাঁপ দিয়ে ওঠে সারা শরীরে
তোর হাঁটাচলা, তোর কথা বলা
ধরেছে আমাকে জড়িয়ে
আজ নয় কাজ, সবই থাক পড়ে
তোর সাথে পালিয়ে বেড়াই
গা ভাসে তোর দেওয়া রোদ্দুরে
ইচ্ছের পাখনা দোলাই
আধভেজা ঘাসে পায়ে পলাশে
পাতা গেছে ভিজে কি যে করি রে
তোর হাঁটাচলা, তোর কথা বলা
ধরেছে আমাকে জড়িয়ে
তোর চারিধারে হয়ে গেছি ছায়া
রেখেছি নিজেকে ছড়িয়ে
Tor Hata Chola (From "Naqaab")LRC歌词
[00:00.000] 作曲 : Dev Sen
[00:31.187] তোর হাঁটাচলা, তোর কথা বলা
[00:37.075] ধরেছে আমাকে জড়িয়ে
[00:42.396]
[00:53.057] তোর হাঁটাচলা, তোর কথা বলা
[00:58.547] ধরেছে আমাকে জড়িয়ে
[01:03.316] তোর চারিধারে হয়ে গেছি ছায়া
[01:09.207] রেখেছি নিজেকে ছড়িয়ে
[01:13.877] আধভেজা ঘাসে পায়ে পলাশে
[01:19.711] পাতা গেছে ভিজে কি যে করি রে
[01:24.852] তোর হাঁটাচলা, তোর কথা বলা
[01:30.404] ধরেছে আমাকে জড়িয়ে
[01:35.441]
[01:45.359] সবে তো দেখাশোনার শুরু
[01:51.211] মন কেন ব্যস্তবাগীশ?
[01:56.879] আড়ালে আবডালে সে করুক
[02:01.943] করুক সে হাজার নালিশ
[02:07.348] তুই আশেপাশে চলে চলে এলে
[02:13.035] কাঁপ দিয়ে ওঠে সারা শরীরে
[02:18.503] তোর হাঁটাচলা, তোর কথা বলা
[02:23.833] ধরেছে আমাকে জড়িয়ে
[02:29.177]
[03:00.935] আজ নয় কাজ, সবই থাক পড়ে
[03:05.863] তোর সাথে পালিয়ে বেড়াই
[03:11.322] গা ভাসে তোর দেওয়া রোদ্দুরে
[03:16.582] ইচ্ছের পাখনা দোলাই
[03:22.223] আধভেজা ঘাসে পায়ে পলাশে
[03:27.646] পাতা গেছে ভিজে কি যে করি রে
[03:33.055] তোর হাঁটাচলা, তোর কথা বলা
[03:38.451] ধরেছে আমাকে জড়িয়ে
[03:43.369] তোর চারিধারে হয়ে গেছি ছায়া
[03:49.159] রেখেছি নিজেকে ছড়িয়ে